Techno Header Top and Before feature image

বিয়ের সাজসজ্জায় পোকেমন

pokemon-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাপানে পোকেমন ওয়েডিংয়ের চল আগে থেকেই ছিলো। এবার জনপ্রিয় গেইমটির থিম অনুযায়ী বিয়ের ভেন্যু সাজাতে অফিশিয়ালভাবে পোকেমন কোম্পানির কাছ থেকে লাইসেন্স নিয়েছে এক ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।

পোকেমনকে থিম হিসেবে পেতে হলে ভাড়া করতে হবে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। তারাই সব কাজ করে দেবে।

যেমন বিয়ের সময় বর ও বউয়ের পাশে দাঁড়িয়ে থাকবে পিকাচু মাসকট। পোকমন ফুডও পাওয়া যাবে খাবারের মেন্যুতে। এমনই এক খাবারের নাম দেওয়া হয়েছে পিকাচু’স অ্যাস। ডেজার্টের প্লেটেও থাকবে পোকেমনের ছবি। বাদ যাবে না ওয়েডিং কেকও। এমনকি বিয়ের সার্টিফিকেটেও থাকবে পোকেমনের ছবি।

পোকেমন থিমের বিয়েতে খরচ কেমন পরছে তা এখনও জানা যায়নি।

ভিডিও গেইম সিরিজ পোকেমনের নির্মাতা গেইম ফ্রিক। এর পাবলিশার নিনটেন্ডো ও দ্য পোকেমন কোম্পানি। পোকেমন সিরিজের প্রথম গেইমটি মুক্তি পায় ১৯৯৬ সালে। গেইমটির নাম ছিলো পোকেমন রেড অ্যান্ড ব্লু।

কোটাকু অবলম্বনে এজেড/ মে ৩০/২০১৯/১৩০৩

*

*

আরও পড়ুন