![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে নতুন ফোন ওয়ানপ্লাস ৭ প্রো নিয়ে অভিযোগ জানিয়েছেন ব্যবহারকারীরা।
ফোনে কথা বলার সময় এয়ারপিস থেকে শব্দ আসার কথা জানিয়েছেন তারা। অনেকে বলেছেন, ওয়ানপ্লাস থ্রিটি ফোনেও একই রকমের সমস্যা ছিলো। ওয়ানপ্লাস এই সমস্যার সমাধান করেছিল সফটওয়্যার আপডেট পাঠানোর মাধ্যমে।
এক ব্যবহারকারী জানিয়েছেন, ফোনে কথা বলার সময় বা স্ট্যান্ড বাই থাকা অবস্থায় ফোনটি থেকে উচ্চমাত্রার শব্দ আসে। সিম কার্ড সরিয়ে, ওয়াইফাই, ব্লুটুথ, এরএফসি ও লোকেশন সার্ভিস বন্ধ করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন কিন্তু লাভ হয়নি। এয়ারপ্লেন মোডে রাখলেও ফোন থেকে মাথা ধরানো শব্দ আসা বন্ধ করা যাচ্ছে না।
এসব অভিযোগের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস ৭ প্রো বাজারে আসে ১৫ মে। ফোনটিতে স্লাইডার ক্যামেরা ব্যবহার করে নচ বাদ দেওয়া হয়েছে। এর দাম শুরু হয়েছে ৬৬৯ ডলার (৫৬ হাজার ১৯৬ টাকা) থেকে।
ফোনএরিনা অবলম্বনে এজেড/ মে ২৮/২০১৯/১৫২৮
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি