STE 2019 (summer) in news page

ভ্রমণপ্রিয় বিড়ালটির ইনস্টাগ্রাম ফলোয়ার ১৪ লাখ

suki-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পৃথিবীর নানা প্রান্তে ঘোরার কারণে আলাদা পরিচিতি পেয়েছে সুকি নামের একটি বিড়াল।

বিভিন্ন দেশের নানা প্রান্তে ছবি তুলে ইনস্টাগ্রামে ১৪ লাখ ফলোয়ার জুটিয়েছে সে। তাই তাকে এখন ডাকা হচ্ছে ‘অ্যাডভেঞ্চার ক্যাট সুকি’ নামে।

তার মালিক মার্টি ও কেন কানাডার আলবার্টার বাসিন্দা। পেশায় ট্রাভেল/ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে হয় তাদের। তাই আগের বিড়ালটি মারা যাওয়ার পর তারা শক্ত সামর্থ্য একটি বিড়াল পালার সিদ্ধান্ত নেন। যাতে ট্রিপে গেলে বিড়ালটিকে বাসায় রেখে যেতে না হয়।

কিছু পড়াশুনা করে তারা জানতে পারেন বেঙ্গল প্রজাতির বিড়ালগুলো খুব উদ্যোমী ও শক্তিশালী হয়ে থাকে। ট্রিপে গেলে তাদের সঙ্গে পথ চলতে পারবে এ কথা ভেবেই বেঙ্গল ক্যাট বাসায় নিয়ে আসেন তারা।

তাদেরকে আশাহত করেনি সুকি। খুব ছোট বয়সেই পাহাড়ে চড়তে, ক্যাম্পিং করতে ও নৌকায় ভ্রমণে পারদর্শী হয়ে ওঠে সে।

তবে স্বভাবে খুব বন্ধুত্বসুলভ হওয়াতে প্রায়ই জায়গায় জায়গায় থেমে অন্যান্য মানুষের কাছে ঘেঁষে সুকি। একারণে প্রতিটি জায়গায় একটু আগেভাগেই পৌঁছাতে হয় মার্টি ও কেনকে। না হলে সবাইকে হ্যালো বলতে ব্যস্ত থাকা সুকি নিয়ে হাঁটা যায় না। ব্যাগে ভরে নিয়ে হাঁটতে হয়।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ ভ্রমণ করেছে সুকি

লোনলি প্ল্যানেট অবলম্বনে এজেড/মে ২৭/২০১৯/১৭৩৫

*

*

আরও পড়ুন