STE 2019 (summer) in news page

সনি এক্সরিয়া ১ বাজারে আসছে জুনে

xperia-1-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সনির বহুল প্রতিক্ষীত ফোন এক্সপেরিয়া ১ বাজারে আসছে আগামী ৬ জুন। চীনে মঙ্গলবার থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে।

ফোনটিতে আছে ৪কে এইচডিআর ৬ দশমিক ৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ভাঙন প্রতিরোধে ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ৬।

প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫। ব্যাকআপ দিতে আছে ৩৩০০ এমএএইচ ব্যাটারি, যা সার্পোট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। র‍্যাম আছে ৬ জিবি। ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণেও ফোনটি পাওয়া যাবে। তবে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই।

ফোনটির পেছনে আছে ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে কোনো হেডফোন জ্যাক দেওয়া হয়নি।

ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৩ ডলার (৮৩ হাজার ৪১২ টাকা)। ফগ গ্রে, মিড নাইট ব্ল্যাক, স্নো হোয়াইট ও পার্পেল রঙে পাওয়া যাবে ফোনটি।

যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি পাওয়া যাবে ১২ জুলাই থেকে।

গিজমোচায়না অবলম্বনে এজেড/ মে ২৭/ ২০১৯/১৩

*

*

আরও পড়ুন