![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যক্তিগত গাড়ির পেছনে প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে তা নির্দিষ্টভাবে জানতে হলে হিসাব রাখতে হবে। হিসাব রাখার কাজটি ঝামেলার হলেও প্রয়োজনীয়। তাই এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ‘ড্রাইভো’ নামের একটি অ্যাপ।
আইওএস প্লাটফর্মের জন্য অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য অ্যাপটি নামাতে হলে ক্লিক করতে হবে এই লিংকে।
অ্যাপটি ইন্সটল হয়ে গেলে প্রথমে গুগল কিংবা ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে সরাসরি লগ ইন কিংবা যেকোন ইমেইল অ্যাড্রেস ও ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে।
সফলভাবে লগ ইনের পর প্রথমে গাড়ির তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এরপর রিফুয়েলিং অপশন থেকে তেলের হিসাব, এক্সপেনস অপশন থেকে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচের হিসাব রাখা যাবে।
চাইলেই সকল হিসাব রিপোর্ট ট্যাব থেকে দেখে নেয়া যাবে।
অ্যাপটির ডেটা ক্লাউডে ব্যাকআপ রাখার সুযোগ থাকছে ফলে স্মার্টফোন পরিবর্তন করলেও অ্যাকাউন্টে লগ ইন করার মাধ্যমে পুরোনো ডেটা পাওয়া যাবে।
৪.৭ রেটিং প্রাপ্ত অ্যাপটি গুগল প্লে থেকে প্রায় দশ লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
আরএ/এজেড/জুন/০২/২০১৯/১৯
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি