STE 2019 (summer) in news page

রবি’র ধন্যবাদ গ্রাহকরা ওয়ালটন পণ্যে ছাড় পাবেন

Robi-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রবির গ্রাহকরা এখন থেকে ধন্যবাদ প্রোগ্রামের আওতায় ওয়ালটন পণ্যে ১০ শতাংশ ছাড় পাবেন।

সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবির হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন ও ওয়ালটন গ্রুপের ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি সই করেন।

চুক্তির আওতায় রবি’র ধন্যবাদ গ্রাহকরা ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, টেলিভিশন ও ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পারবেন।

এ সময় সেখানে রবির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস’র (সিএলএম অ্যান্ড আইবি) এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, সিএলএম’র ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক, ছিলেন।

ওয়ালটনের পক্ষ থেকে ছিলেন এক্সকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবির, মো. তানভীর রহমান ও অপারেটিভ ডিরেক্টর মোস্তফা নাহিদ হাসানসহ আরও অনেকে।

এজেড/ মে ২৬/২০১৯/১৫৩০

*

*

আরও পড়ুন