![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টার্যাক্টিভ আর্টিফ্যাক্ট চাকরি দেবে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে যোগ্যতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নুসরাত জাহান বলেন, আমরা চাই যোগ্যতাসম্পন্ন তরুণরা আমাদের দলে কাজ করুক। যোগ্যদের বেছে নেওয়া হবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
কোন পোস্ট, কত জন নেবে
ইন্টার্যাক্টিভ আর্টিফ্যাক্ট মার্কেটিং পদে নিয়োগ দেবে। ওই পোস্টে দুই জনকে নিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। তবে সিজিপিএর ক্ষেত্রে কোন ধরাবাঁধা থাকছে না। প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে লেখা এবং কথা বলা দুটোতেই ভালো হতে হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
অভিজ্ঞতা
প্রার্থীকে যেহেতু সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক কাজ করতে হবে সে জন্য তাদের সফটওয়্যারসহ অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জানা থাকতে হবে। অবশ্যই সৃজনশীল হতে হবে এবং যে কোন অবস্থার কাজ করার মানসিক ক্ষমতা থাকতে হবে। এছাড়াও সফটওয়্যার প্রতিষ্ঠানে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশারদের আবেদন করার আহব্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদন
আগামী ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটিতে চাকরির জন্য আবেদন করা যাবে। [email protected] এই ইমেইল ঠিকানায় নিজের জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। এছাড়াও বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
ইএইচ/মে১৮/২০১৯/১৬১০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি