চীনে বন্ধ উইকিপিডিয়া

wikipidia-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনে সব ভাষায় উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। গত এপ্রিলে দেশেটিতে উইকিপিডিয়া ব্লক করে দেওয়া হয় বলে জানিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

এর মাধ্যমে গুগল, হোয়াটসঅ্যাপ ও ফেইসবুকের সঙ্গে চীন সরকারের ব্লকলিস্টে যুক্ত হলো উইকিপিডিয়া।

প্রথমে শুধু চাইনিজ ভাষার উইকিপিডিয়া সংস্করণটি বন্ধ করা হয়। পরে একে একে সব ভাষায় উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে উইকিমিডিয়াকে কোনো নোটিশ দেয়নি চীন সরকার।

Techshohor Youtube

এক বিবৃতিতে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানায়, চীন থেকে উইকিপিডিয়ায় প্রবেশ করা যাচ্ছে না। অভ্যন্তরীণ ট্রাফিক রিপোর্ট বিশ্লেষণ করে বিষয়টি আমরা নিশ্চিত করছি।

বিবিসি অবলম্বনে এজেড/মে ১৫/২০১৯/১৩৫

*

*

আরও পড়ুন