![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল ফোনের পর এবার দেখা মিলেছে ফোল্ডেবল ল্যাপটপের। এটি তৈরি করছে চীনের কোম্পানি লেনোভো।
বার্ষিক সেলস ইভেন্টে ল্যাপটপটি প্রদর্শন করে তারা। ফোল্ডেবল স্ক্রিনের ল্যাপটপটি এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। তাই প্রোটোটাইপ (ডামি) দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে থিংকপ্যাড এক্স১।
ল্যাপটপটি বাজারে আসতে এখনো অনেক দেরি আছে। কারণ এর ডিজাইনই এখনো চূড়ান্ত হয়নি।
প্রোটোটাইপ ফোল্ডেবল ল্যাপটপটিতে আছে একটি হিঞ্জ, যার সাহায্যে উপরের দিকের স্ক্রিনটি প্রচলিত ল্যাপটপের মতো হেলানো অবস্থায় রাখা যাবে। ল্যাপটপটিতে রয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। এতে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
গত তিন বছর ধরেই ল্যাপটপটি নিয়ে কাজ করছে লেনোভো। তবে ২০২০ সালের আগে ল্যাপটপটি বাজারে আনার পরিকল্পনা নেই তাদের।
গিজমোচায়না অবলম্বনে এজেড/মে ১৪/২০১৯/১০৩৬
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি