Header Top

দাঙ্গার আশঙ্কায় শ্রীলঙ্কায় আবার বন্ধ সামাজিক মাধ্যম

WhatsApp-Share-Data-Facebook-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শ্রীলঙ্কায় আবারও বন্ধ করে দেয়া হয়েছে ফেইসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যম।

সোমবার দেশটিতে এসব মাধ্যম ব্লক করে দেয় সরকার। দুদিন থেকেই কয়েকটি মসজিদে হামলার ছবি ঘুরছিল সামাজিক মাধ্যমে। এসব ছবি যাতে ভিন্নভাবে ব্যবহার না হয় এবং মুসলিম বিরোধী দাঙ্গা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা, বলছে দেশটি। 

দেশটির ছিলাও শহরে এক ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে দাঙ্গার ঘটনা ঘটেছে। ওই শহরের এক দোকানি ফেইসবুকে এক পোস্ট করার পর খ্রিষ্টান সম্প্রদায়ের একদল লোক মুসলিম মালিকানাধীন দোকানে হামলা চালায়। 

মুহূর্তের মধ্যে শহরটিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে। তা নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। 

এসব হামলার ছবি অনেকেই ফেইসবুকে ছড়িয়ে দিয়ে পুনরায় হামলা করতে উৎসাহিত করছেন, এমন অভিযোগ পেয়ে সামাজিক মাধ্যম আবারও বন্ধ করতে বলে সরকার। 

এর আগে গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিনে দেশটির রাজধানী শহরে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে ২৫৮ জন নিহত হন।

সে সময়ও দেশটিতে ভুয়া খবর ঠোকাতে এবং বীভৎষ ছবি ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়া হয়। ৯ দিন পর গত ৩০ এপ্রিল তা খুলে দেয়া হয়। 

ইএইচ/মে১৩/ ২০১৯/ ১৯০০

*

*

আরও পড়ুন