স্কুলেই কোডিং শেখানোর পক্ষে কুক

apple-timcook-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্কুলেই কোডিং শিখানো উচিত বলে মনে করেন অ্যাপলের সিইও টিম কুক। স্কুলেই কোডিং শেখা গেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে চার বছরের ডিগ্রি নেওয়ার প্রয়োজন পড়বে না।

সম্প্রতি ১৬ বছর বয়সী লিয়াম রোজেন ফেল্ড অ্যাপলের কাছ থেকে বৃত্তি পেয়েছেন। বৃত্তি পাওয়ার ফলে অ্যাপলের আসন্ন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে (ডাবলুডাবলুডিসি) অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

বৃত্তি পাওয়া সেই লিয়ামের উদাহরণ দিয়ে টিম কুক বলেন, ছোট বয়সে শেখা কোডিং চার বছরের ডিগ্রির চেয়ে ভালো ফল দিতে পারে। কোডিংয়ে পারদর্শী হতে চার বছরের ডিগ্রির প্রয়োজন নেই।

Techshohor Youtube

তিনি মনে করেন স্নাতক করাটা প্রচলিত চিন্তা। হাই স্কুলেই কোডিং শিখালে লিয়ামের মতো শিক্ষার্থীদের তৈরি করা অ্যাপ আমরা অ্যাপ স্টোরেই পাব।

তবে কুকের কথার মানে এই নয় যে, স্নাতক ডিগ্রি অপ্রয়োজনীয় বরং স্কুলেই কোডিং শিখলে পরবর্তীতে শিক্ষার্থীরা উপকৃত হবে।

শিশুদেরকে কোডিং শেখাতে অ্যাপলও নিজস্ব প্রোগ্রাম চালু করেছে। যেমন অ্যাপলের উন্মোচন করা সুইফট প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদেরকে কোডিংয়ের প্রাথমিক বিষয়গুলো শেখানো হয়। সুইফট হলো ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা। এটি ব্যবহার করে ডেভেলপাররা আইওএস ও ম্যাকওএস অ্যাপ তৈরি করে থাকেন।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/মে ১৩/২০১৯/১৩৪৭

*

*

আরও পড়ুন