Techno Header Top and Before feature image

রিয়েলমি এক্স আসছে ১৫ মে

realme-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রিয়েলমি নতুন একটি ফোন বাজারে আনতে যাচ্ছে। ফোনটির নাম হবে রিয়েলমি এক্স।

বেইজিংয়ের এক ইভেন্ট আগামী ১৫ মে ফোনটি উন্মোচন করা হবে। ঘোষণা দেওয়ার আগেই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে রিয়েলমি। তারা জানিয়েছে, ফোনটিতে থাকবে দ্বিতীয় প্রজন্মের অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন এরিয়া ৪৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়াও, তারা জানিয়েছে, ফোনটিতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

এর আগে ওয়েবসাইট টিনায় ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ফোনটিতে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হবে ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল। এতে থাকবে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।ব্যাকআপের জন্য এতে থাকবে ৩৬৮০ এমএএইচ ব্যাটারি। যা ভুক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ফোনটি কালো-নীল ও সাদা রঙে বাজারে আসবে।

আগামী ১৫ মে রিয়েলমি এক্সের সঙ্গে ঘোষণা আসে রিয়েলমি এক্স ইয়ুথ সংস্করণের। এটি গত মাসে ভারতের বাজারে আসে রিয়েলমি ৩ প্রো নামে।

গিজমোচায়না অবলম্বনে এজেড/ মে ০৯/২০১৯/১৩৫০

*

*

আরও পড়ুন