STE 2019 (summer) in news page

জাপানের আইটি উইকে বেসিসের ৬২ জন

BASIS-Japan-IT-Week-techshohor
Robi Before feture image

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এশিয়ার তথ্য-প্রযুক্তিবিদদের মিলনমেলার আসর বসেছে জাপান আইটি উইকে।

টোকিওতে বুধবার শুরু হয়েছে মেলাটি। চলবে আগামী ১০ মে পর্যন্ত। মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ৬২ সদস্যের প্রতিনিধিদল পাঠিয়েছে বেসিস। দলটির নেতৃত্ব দিচ্ছেন বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক রাশাদ কবির।

বেসিস থেকে এবার ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠান জাপান আইটি উইকে বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে।

বিভিন্ন দেশের নামি-দামি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের সেবাসমূহ তুলে ধরার সুযোগ পাবে মেলায়। পাশাপাশি বিনিয়োগকারি-তথ্য-প্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেলা।

এজেড/মে ০৮/২০১৯/১৫০৫

*

*

আরও পড়ুন