Header Top

স্যামসাংয়ের ফোনে ডিসপ্লের নিচে ক্যামেরা থাকবে

phone-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্পূর্ণ একটি ফুল স্ক্রিন ডিসপ্লে তৈরি করতে যাচ্ছে স্যামসাং।

ডিসপ্লে উপরের অংশে নচ, পাঞ্চ হোল বা স্লাইডার প্রযুক্তির বদলে ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা।

এই প্রযুক্তির ফোন আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে স্যামসাং। তথ্যটি নিশ্চিত করেছে কোম্পানিটির ডিসপ্লে আরঅ্যান্ডডি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ইয়াং বাইয়ুং ডাক।

সংবাদ মাধ্যম গিজচায়নার দেওয়া তথ্য অনুসারে, ক্যামেরা চালু করা হলে একটি হোল দেখা যাবে ফোনের ডিসপ্লেতে। ক্যামেরা চালু না থাকলে ক্যামেরা হোলটি অদৃশ্য হয়ে যাবে।

ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতোই আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তিটি কাজ করবে স্মার্টফোনে।

স্যামসাংয়ের কোন মডেলের ফোনে এই প্রযুক্তি থাকবে বা পূর্ণাঙ্গ রূপ পেতে ফোনটির কতো দিন লাগবে তা জানা যায়নি। ফোনটি বাজারে আসার আগ পর্যন্ত তাই পপআপ ক্যামেরা বা ওয়াটার ড্রপ নচ সমৃদ্ধ ফোনেরই জয়জয়কার চলবে।

গিজচায়না অবলম্বনে এজেড/ মে ০৬/২০১৯/ ১৩২৫

*

*

আরও পড়ুন