Samsung IM Campaign_Oct’20

বিশেষ কিছু থাকছে প্লেস্টেশন ৫ কনসোলে?

সনির প্লেস্টেশন ৫ এর লোগো। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সনির এএমডি তাদের নতুন গেইমিং কনসোল প্লেস্টেশন ৫ এ ‘বিশেষ কিছু’ থাকার কথা জানিয়েছেন।

 এএমডি প্রধান লিসা সু জানিয়েছেন, তারা সনির প্লেস্টেশনের যে প্রযুক্তি ব্যবহার করছেন সেটা আসলে বিশেষ কিছু।

প্রায় তিন বছর আগে সনি তাদের সর্বশেষ কনসোল প্লেস্টেশন ৪ বাজারে ছাড়ে। এই দীর্ঘ সময়ে আর কোন কনসোল আনেনি প্রতিষ্ঠানটি। তবে তারা যে প্লেস্টেশন ৫ নিয়ে কাজ করছে সেটা গত বছর প্রথম জনসম্মুখে জানায়।

কনসোলটি আনতে দেরি করার কারণ হিসেবে সেখানে নতুন কিছু দেখতে পাওয়ার কথা জানা যাচ্ছে। তবে এটি বাজারে আসতে আরও অন্তত এক বছর অপেক্ষা করতে হবে ভক্তদের।

লিসা সু জানিয়েছেন, প্লেস্টেশন ৫ এর জন্য প্রতিষ্ঠানটি প্রসেসর বানাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

নতুন যে প্রযুক্তি ব্যবহার করছে সেটি সনির জন্য খুব সম্মানের বলে জানান সু। এটি ব্যবহারকারীদের আরও বেশি রোমাঞ্চিত করবে বলেও বলেন তিনি।

সেই ‘বিশেষ কিছু’ যে কি সে সম্পর্কে কিছু জানাননি তিনি। এর জন্য আরও অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

সু এমন কতা বলার পর কিছু সংবাদ মাধ্যমে বলছে, নতুন কনসোলে ৮কে ভিডিও, ভিআর, টাচস্ক্রিন কন্ট্রোলার থাকতে পারে।

তবে সনি এখন পর্যন্ত এসব বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। কিছুই জানায়নি এখনো।

ইএইচ/মে০৫/২০১৯/ ২১১৪

*

*

আরও পড়ুন