vivo Y16 Project

ডুয়াল স্লাইডার ডিজাইনের ফোনটি দেখতে যেমন

asus-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ফোন আসুস জেনফোন ৬ (২০১৯) এ কোনো বেজেল বা নচ থাকবে না। স্পেনে আনুষ্ঠানিকভাবে ফোনটির উন্মোচন করা হবে আগামী ১৬ মে।

সম্প্রতি আসুসের অফিশিয়াল টুইটার পেইজে ফোনটির টিজার প্রকাশ করা হয়।

সামনে ক্যামেরা না থাকলে ফোন নির্মাতা কোম্পানিগুলো পপ-আপ স্লাইডার ক্যামেরা দিয়ে তার ঘাটতি পূরণ করে। কিন্তু এ ফোনে সেই প্রযুক্তি ব্যবহার করা হয়নি বরং এতে ডুয়েল স্লাইডার ডিজাইন থাকার সম্ভাবনা প্রবল। এই ডিজাইনের ফোনে স্লাইড করে ডিসপ্লে উপরের দিকে ওঠালে নিচে স্পিকার বের হয়ে আসে। আবার ডিসপ্লে উপরের দিকে স্লাইড করে ওঠালে উপরে থাকা ক্যামেরা বের হয়ে আসবে।

Techshohor Youtube
slider-techshohor
এতে থাকবে ডুয়েল স্লাইডার ডিজাইন। ছবি : জিএসএমএরিনা

জেনফোন ৬ এ আছে ডুয়েল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। এর মধ্যে মেইন ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল। এতে থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফুল এইচডি প্লাস ফোনটির রেজুলেশন হবে ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল।

ফোনটি ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড পাই।

জিএসএম এরিনা অবলম্বনে এজেড/মে ০৫/২০১৯/ ১৭৪৫

*

*

আরও পড়ুন

vivo Y16 Project