vivo Y16 Project

ভিভোর ফোনেও পপআপ ক্যামেরা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো সম্প্রতি পপআপ ক্যামেরা ট্রেন্ডে নজর দিয়েছে। সেলফিতে পপআপ ক্যামেরা দিয়ে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে। সেই পপআপ ক্যামেরায় এবার নজর দিয়েছে আরেকটি চীনা ব্র্যান্ড ভিভো।

সেলফিতে পপআপ ক্যামেরার নতুন ফোনটির উন্মোচনও করেছে ভিভো। যার মডেল হলো ভিভো এস১ প্রো।

নিজেদের স্মার্টফোনের লাইনআপ আরও বাড়াতে এবং নতুন সব প্রযুক্তি স্মার্টফোন যোগ করতে কাজ করার কথা জানিয়েছে ভিভো। সেই ধারাবাহিকতায় এস১ প্রো আনা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

Techshohor Youtube

চীনে ফোনটির উন্মোচন করলেও অল্প সময়ের মধ্যেই ফোনটি বিশ্ব বাজারে ছাড়ার কথা জানায় ভিভো।

ডিভাইসটি মিডরেঞ্জ বাজারকে টার্গেট করে আনা হয়েছে। এটি কনফিগারেশনে অনেকটাই সম্প্রতি বাজারে আনা ভি১৫ এর মতো বলে জানা যাচ্ছে।

নতুন ফোনটিতে পিছনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেলের কোয়াড বায়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং ৫ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং ক্যামেরা। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামোর পপআপ।

৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার রেজুলেশন ২৩৪০*১০৮০ মেগাপিক্সেল।

থাকছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৭৫ এর ১১ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর। ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে ফোনটি।

অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

ফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়েল সিম এবং ফোরজি নেটওয়ার্কের সর্বাধুনিক সুবিধা ভোল্টি।

ইউএসবি টাইপ সি ক্যাবল চার্জার পোর্ট, ৩৭০০ এমইএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে ২২.৫ ওয়াট প্রযুক্তি থাকছে ফোনটিতে।

বাংলাদেশে ফোনটির দাম কত হতে পারে সে সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

ইএইচ/মে৫/ ২০১৯/ ১৫৩০

*

*

আরও পড়ুন

vivo Y16 Project