Header Top

আরও দুই জেলায় টেকহাবকে ব্যবসা সেন্টারে রূপান্তর

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পটুয়াখালীর পর এবার বরগুনা ও ঝালকাঠিতে ইয়াং বাংলা টেকহাবকে ব্যবসা সেন্টারে রূপান্তর করা হয়েছে।

ওই দুই টেকহাব থেকেই এখন ই-কমার্স সাইট প্রিয়শপের পণ্য ও সেবা পাওয়া যাবে। 

বরগুনায় গত বুধবার এবং ঝালকাঠিতে বৃহস্পতিবার একটি করে কর্মশালার মাধ্যমে টেকহাবগুলোকে বাণিজ্য সেন্টারে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। 

দুই জেলাতেই কর্মশালায় স্থানীয় শতাধিক উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন টেকহাবের প্রধান পরিচালন কর্মকর্তা সুলতানা রাজিয়া। 

এসময় বরগুনা ও ঝালকাঠি টেকহাবের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।  

সারা দেশে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছানো, তরুণ উদ্যোক্তা তৈরি ও দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলায় চালু রয়েছে ইয়াং বাংলা টেকহাব।

এ উদ্যোগ নিয়ে টেকহাবের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তিতে প্রান্তিক পর্যায়ে সমমর্যাদা ও সমান সুযোগ-সুবিধা ছাড়া উন্নয়ন সম্ভব হবে না। কেউ যাতে এই সুযোগের বাইরে না থাকে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা টেকহাব।

এর আগে যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর, গাজীপুর, মৌলভীবাজার, মানিকগঞ্জসহ বেশ কিছু জেলার টেকহাবকে বাণিজ্য কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। 

ইএইচ/ মে০২/ ২০১৯/ ২১০০

*

*

আরও পড়ুন