![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অপ্পো দেশের বাজারে নিয়ে এসেছে অপ্পো এ৫এস মডেলের ফোন।
অপ্পো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, গ্রাহকদের হাতে সুলভ মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি তুলে দেবার মাধ্যমে নিজেদেরকেই ছাড়িয়ে যাবার প্রত্যয়ে আমরা বাজারে এনেছি অপ্পো এ৫এস।
ফোনটিতে আছে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন ১৫২০বাই৭২০ পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ৪২৩০ এমএএইচ ব্যাটারি।
অপ্পো এ৫এস ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
এজেড/মে ০২/২০১৯/১৭১০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি