অ্যাপলকে পেছনে ফেললো হুয়াওয়ে

huawei-beats-apple-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের বাজারে ফোন বিক্রি করতে না পারলেও শীর্ষ স্মার্টফোন নির্মাতা কোম্পানি হওয়ার দৌঁড়ে বেশ শক্ত অবস্থানে আছে হুয়াওয়ে।

এতোদিন বাজারে স্মার্টফোন সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান ছিলো তৃতীয়। এখন তারা দ্বিতীয় অবস্থানে আছে। প্রথম প্রান্তিকে বাজারে ৫৯ দশমিক ৯১ মিলিয়ন ফোন সরবরাহ করে তারা অ্যাপলকে পেছনে ফেলেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।

বাজারে সবচেয়ে বেশি স্মার্টফোন সরবরাহকারী কোম্পানি হিসেবে এখন শীর্ষে রয়েছে স্যামসাং। যে গতিতে হুয়াওয়ে আগাচ্ছে তাতে ২০২০ সাল নাগাদ তারা স্যামসাংয়ের ঘাড়ের উপরে নিঃশ্বাস নেবে।

Techshohor Youtube

পুরানো জনপ্রিয় ফোন নির্মাতা কোম্পানি যেমন সনি, এইচটিসি ও এলজি নিয়মিত বিরতিতে নতুন ফোন বাজারে আনতে ব্যর্থ হচ্ছে। এই জায়গা পূরণ করেছে হুয়াওয়ে। দাম ও অভিনব ফিচারের কারণে ক্রেতারা এখন হুয়াওয়ের প্রতি ঝুঁকছেন।

স্যামসাং প্রথম প্রান্তিকে ৭১ দশমিক ৯ মিলিয়ন ফোন বাজারে সরবরাহ করলেও গত বছর একই সময়ের তুলনায় তাদের ফোন সরবরাহ ৮ দশমিক ১ শতাংশ কমেছে।

আপাতত ফোন বিক্রির তথ্য দেওয়া বন্ধ রেখেছে অ্যাপল। তাই ঠিক কতো ইউনিট ফোন তারা সরবরাহ করেছে তা জানা যায়নি। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, বাজারে তারা সরবরাহ করেছে ৩৬ দশমিক ৪ মিলিয়ন ফোন। গত বছরের তুলনায় বাজারে তাদের ফোন সরবরাহ কমেছে ৩০ দশমিক ২ শতাংশ।

ম্যাশেবল অবলম্বনে এজেড/ মে ০২/২০১৯/১৩২৯

*

*

আরও পড়ুন