STE 2019 (summer) in news page

আইফোনের চার্জিং পোর্ট ইউএসবি-সি!

Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘ দিন থেকেই ইউএসবি-সি চার্জিং পোর্ট নিয়ে কথা হচ্ছিল আইফোনের। অনেকেই যুগের সঙ্গে তাল মেলাতে এবং অধিক সুবিধার জন্য পোর্টটি সংযুক্ত করারও দাবি জানিয়ে আসছিলেন। 

এবার সেই গুজন, গুঞ্জন সত্যিও হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। নতুন আইফোনে ইউএসবি-সি যোগ না হলেও এর চার্জারে আসতে পারে পোর্টটি।

ইউএসবি-সি চার্জারটি ইতোমধ্যে অ্যাপল তাদের আইপ্যাড প্রো এবং ম্যাকবুকে যোগ করেছে। তবে আইফোনের ক্ষেত্রে এর কিছুটা ব্যতিক্রম দেখা যেতে পারে। এবার নতুন আইফোন চার্জারের পোর্টটি রাখা হতে পারে ইউএসবি-সি। আর কেবলের অন্য প্রান্তে আগের মতোই থাকছে লাইটনিং কানেক্টর। 

নতুন আইফোন বাক্সে দেওয়া হতে পারে দ্রুতগতির ১৮ওয়াট ইউএসবি-সি চার্জার। এরসঙ্গে থাকবে লাইটনিং টু ইউএসবি-সি কেবল।

নতুন আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দিতে এখনও প্রস্তুত নয় অ্যাপল। আর চার্জারের গতি বাড়ানোটাও ভালো পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

অনেক বছর যাবত আইফোনের সঙ্গে ৫ওয়াট চার্জার দিয়ে আসছে অ্যাপল। পরবর্তীতে আইফোন ৮-এ ফাস্ট চার্জিং যোগ করা হলেও চার্জার আগের সেই  ৫ ওয়াট থেকে গেছে।

গত বছর অ্যাপল তাদের আইপ্যাড প্রোর নকশা পরিবর্তন করে ইউএসবি-সি পোর্ট যোগ করে। যাতে যোগ হয় ১৮ ওয়াটের চার্জার। 

ইএইচ/ এপ্রিল ৩০/ ২০১৯ /২০৪৫

*

*

আরও পড়ুন