Header Top

মটোরলার ফোল্ডেবল ফোনের ছবি ফাঁস

moto-techshohohor
Evaly in News page (Banner-2)
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছরের সবচেয়ে আলোচিত ফোনগুলোর একটি হবে মটোরলার ফোল্ডেবল ফোন।
নতুন মডেল মটোরলা রেজার ভি৪ মাধ্যমে এককালের জনপ্রিয় রেজার ফ্লিপ ফোন ফিরিয়ে আনা হবে। আগের মতোই ভেতরের দিকে উপর নিচে ভাঁজ করা যাবে ডিভাইসটি। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশলিকে ফোনটির ছবি ফাঁস হয়েছে।
ছবিতে ডিভাইসটি খোলা অবস্থায় দেখা যায়। তাই এতে থাকা সেকেন্ডারি ডিসপ্লেটি দেখা যায়নি। ডিসপ্লের উপরের অংশে বর্তমান ট্রেন্ড নচ দেখা গেছে। নচের অংশে কোনো ক্যামেরা দেওয়া হয়নি। তাই সেলফি তুলতে চাইলে নির্ভর করতে হবে সেকেন্ডারি ডিসপ্লের ওপর।
সেকেন্ডারি ডিসপ্লেতে বেশ কিছু অ্যাপ প্রিইনস্টল করা থাকতে পারে। যেমন মটো ডিসপ্লে, মটো অ্যাকশন ও মটো ক্যামেরা।
ফোনটিতে থাকবে ৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে। রেজুলেশন হবে ৮৭৬ বাই ২১৪২ পিক্সেল। প্রসেসর হিসেবে এতে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০। ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে বাজারে আসবে। ব‍্যাকআপ সুবিধা দিতে থাকতে পারে ২৭৩০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি, যা ২৭ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে।
রেজার ফোনটি বাজারে আসবে সাদা, কালো ও সোনালি রঙে। আগামী আগস্ট বা সেপ্টেস্বরে ফোনটির ঘোষণা আসতে পারে।
ফোন এরিনা অবলম্বনে এজেড/এপ্রিল ২৯/২০১৯/১১৪৭

*

*

আরও পড়ুন