Techno Header Top and Before feature image

ডিমানি অ্যাপে মিলবে প্রিয়শপের পণ্য

priyoshop-dmoney-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিমানি অ্যাপে থাকা শপিং অপশনে প্রিয়শপ ডটকমের সব পণ্য প্রদর্শন করতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে।

এর ফলে ডিমানি অ্যাপ থেকে গ্রাহকরা সহজেই প্রিয়শপ ডটকমের সব পণ্য কিনতে পারবেন। এছাড়া, ডিমানির সাহায্যে প্রিয়শপ থেকে পণ্যের মূল্যও পরিশোধ করা যাবে।

রাজধানীর গুলশানে অবস্থিত ডিমানির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, আগামী দিনগুলোতে আর্থিক সেবা খাতে প্রযুক্তির আরও উন্নয়ন হবে। এই ফিনটেক প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে প্রিয়শপের গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন।

ডিমানির সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আরাফ আর বশির বলেন, চুক্তির ফলে গ্রাহকরা ডিমানির অ্যাপ থেকে প্রিয়শপের সব সেবা উপভোগ করতে পারবেন।

এজেড/ এপ্রিল ২৮/২০১৯/১৬৪২

*

*

আরও পড়ুন