STE 2019 (summer) in news page

সমস্যার সমাধান করেই আগাতে হবে : পলক

JCI-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জেসিআই বাংলাদেশ আয়োজিত ইয়ুথ লিডারশিপ কনক্লেভে সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিলো ‘টুগেদার টুয়ার্ডস টুমোরো’।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত সম্মেলনটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আইওটি, রোবটিক্স, ব্লকচেইন ,বিগডাটার মতো নতুন  প্রযুক্তির বিষয়ে  আমাদের তরুণদের চিন্তা ভাবনা করতে হবে। না হলে আমরা পিছিয়ে পড়বো। তরুণদের তিনটি সি গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে। ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিংকিং, ও কলেবোরেশন এই তিন সি এর সমন্বয়েই নিজেদের মাইন্ড সেট করতে হবে। প্রবলেম সলভ করে নিজেদের এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি ফারহানা এ রহমান, রবি এর সিইও মাহতাব উদ্দিন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের নেশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম।

এজেড/ এপ্রিল ২১/২০১৯/১৮

*

*

আরও পড়ুন