Header Top

আগেই ফাঁস মটো জেড ৪

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক দিন থেকেই মটোরোলার পরবর্তী স্মার্টফোন মটো জেড ৪ নিয়ে আলোচনা চলছে। 

উন্মোচনের সময় ঘনিয়ে এসেছে। তবে তার আগেই ফাঁস হয়েছে ফোনটির পুরো স্পেসিফিকেশন। 

নতুন একটি প্রতিবেদনে জানা গেছে  ফোনটির বিস্তারিত। মটো জেড ৪ স্মার্টফোনের ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে একটি ৬.৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। 

এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। কানেক্টিভিটির জন্য থাকছে চিরচেনা ৩.৫ মিমি অডিও জ্যাক, আর ইউএসবি টাইপ সি পোর্ট। 

ফোনটিতে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। একই চিপসেট ব্যবহার করা হয়েছে শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনে। ফোনটিতে ফাইভজি সাপোর্ট করতে পারে বলেও জানা যাচ্ছে।  

মটো জেড ৪ ফোনে থাকবে ছয় জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা। 

ফোনটির পিছনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা, কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরায় ১২ মেগাপিক্সেল ছবি তোলা যাবে। কম আলোতে ছবি তোলার জন্য ক্যামেরায় থাকছে বিশেষ নাইট মোড থাকছে। কম আলোতে ছয় মেগাপিক্সেল সাইজে শার্প ছবি তুলতে পারবে। সেলফি তোলার জন্য সামনে থাকছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই। 

৯১মোবাইলস ওয়েবসাইটে প্রকাশ সেই স্পেসিফিকেশন থেকে জানা যাচ্ছে, ফোনটির দাম হতে পারে ৪৮০ মার্কিন ডলার। 

ইএইচ/এপ্রিল ২০/২০১৯/২০৩০

*

*

আরও পড়ুন