হোয়াটসঅ্যাপে নতুন ইমোজি

whatsapp-techshohor1
হোয়াটসঅ্যাপ কলে থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে হোয়াটসঅ্যাপ পোস্টে নতুন ইমোজি দেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ বেটা ২.১৯.১১০ সংস্করণে নতুন ফিচারের সঙ্গে পরিচয় করে দিল প্রতিষ্ঠানটি। তবে এখন শুধু এই ইমোজি ফিচার পাওয়া যাবে  অ্যান্ড্রয়েড ফোনেই। শুরুতে এই ফিচার ডিসেবেল থাকবে।

সম্প্রতি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব সংস্করণে নতুন স্টিকার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এছাড়াও চ্যাট উইন্ডোতে স্ক্রিনশট নিষিদ্ধ হয়েছে এই ম্যাসেজিং অ্যাপে। 

Techshohor Youtube

ডাব্লিউএ বেটা ইনফো নামের ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা ২.১৯.১১০ সংস্করণে অ্যান্ড্রয়েডে এসব ইমোজি ব্যবহার করা যাবে। নতুন ইমোজি আসার সাথে সাথেই পুরনো ইমোজি বাদ যাবে বলে জানানো হয়েছে। 

আপাতত শুধুমাত্র বেটা সংস্করণের গ্রাহকরা এই ইমোজি ব্যবহার করতে পারবেন তাদের পোস্টে। স্টেবল আপডেট কবে নাগাদ পৌঁছাবে তা এখনো বলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

সম্প্রতি আইফোন, অ্যান্ড্রয়েড এবং ওয়েব সংস্করণে যুক্ত হয়েছে অ্যানিমেটেড স্টিকার। 

এনডিটিভি অবলম্বনে ইএইচ/এপ্রিল ২০/২০১৯/ ১৯৪৪

*

*

আরও পড়ুন