![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে হোয়াটসঅ্যাপ পোস্টে নতুন ইমোজি দেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ বেটা ২.১৯.১১০ সংস্করণে নতুন ফিচারের সঙ্গে পরিচয় করে দিল প্রতিষ্ঠানটি। তবে এখন শুধু এই ইমোজি ফিচার পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ফোনেই। শুরুতে এই ফিচার ডিসেবেল থাকবে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব সংস্করণে নতুন স্টিকার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এছাড়াও চ্যাট উইন্ডোতে স্ক্রিনশট নিষিদ্ধ হয়েছে এই ম্যাসেজিং অ্যাপে।
ডাব্লিউএ বেটা ইনফো নামের ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা ২.১৯.১১০ সংস্করণে অ্যান্ড্রয়েডে এসব ইমোজি ব্যবহার করা যাবে। নতুন ইমোজি আসার সাথে সাথেই পুরনো ইমোজি বাদ যাবে বলে জানানো হয়েছে।
আপাতত শুধুমাত্র বেটা সংস্করণের গ্রাহকরা এই ইমোজি ব্যবহার করতে পারবেন তাদের পোস্টে। স্টেবল আপডেট কবে নাগাদ পৌঁছাবে তা এখনো বলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সম্প্রতি আইফোন, অ্যান্ড্রয়েড এবং ওয়েব সংস্করণে যুক্ত হয়েছে অ্যানিমেটেড স্টিকার।
এনডিটিভি অবলম্বনে ইএইচ/এপ্রিল ২০/২০১৯/ ১৯৪৪
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি