Techno Header Top

হুয়াওয়ের অর্ধশত ফোন পাচ্ছে ইএমইউআই ৯.১ আপডেট

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কয়েকদিন আগেই চীনা জায়ান্ট হুয়াওয়ে ইএমইউআই ৯.১ হালনাগাদের ঘোষণা দিয়েছে। যেটা ব্র্যান্ডটির মেট ২০ সিরিজে নতুন ফিচার যুক্ত করেছে।

খুব অল্প সময়ের ব্যবধানে এবার প্রতিষ্ঠানটি তাদের ৪৯টি মডেলে ইএমইউআই ৯.১ আপডেট আনার কথা জানালো।

ফোন রিলিজের উপর নির্ভর করে মডেলগুলোর ক্যাটেগরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে মেট ২০, মেট ২০ প্রো, মেট ২০ এক্স এবং মেট ২০ পোর্শে ডিজাইন। ইতোমধ্যে অবশ্য মেট ২০ সিরিজে এই আপডেট চলে এসেছে।

দ্বিতীয় ক্যাটেগরির মধ্যে রয়েছে, মেট ১০ সিরিজ, মেট ৯ সিরিজ, পি ২০ সিরিজ এবং পি১০ সিরিজ।

অন্যান্য মডেলগুলোর মধ্যে নোভা ৪, নোভা ৩, নোভা থ্রিআই, অনার ৮এ, অনার ৮এক্স, নোভা ২এস, অনার ৭, অনার ১০, অনার ভি১০ এবং অন্যান্যগুলো।

এসব ছাড়াও প্রতিষ্ঠানটি তাদের সামনের দিনে ইএমইউআই ৯.১ আপডেট দেবার জন্য যে ফোনের তালিকা করা হয়েছে সেগুলোও ঘোষণা করেছে।

এসবের মধ্যে রয়েছে নোভা ৪ই, নোভা থ্রিই, এনজয় ৯ প্লাস, এনজয় ৮ প্লাস, এনজয় ম্যাক্স, এনজয় ৯এস, এনজয় ৭এস, এনজয় ৯ই, অনার ৯ লাইট, অনার ৮এক্স ম্যাক্স, অনার ২০আই, অনার ৯আই, অনার প্লে।

ওই তালিকায় ব্র্যান্ডটির ট্যাবলেট মডেলও অন্তর্ভুক্ত করা হয়েছে। মিডিয়াপ্যাড এম৫ লাইট, মিডিয়াপ্যাড এম৫, অনার ট্যাব ৫ এবং এরকম আরও কিছু ট্যাবলেট।

গত বৃহস্পতিবার থেকে মেট ২০ সিরিজটি ইএমইউআই ৯.১ আপডেট পেয়েছে। অন্যগুলো খুব তাড়াতাড়িই পাবে বলে বলা হচ্ছে।

ইএইচ/এপ্রিল২০/২০১৯/১৭০০

আরও পড়ুন – 

দেশে বিক্রি শুরু হুয়াওয়ে পি৩০ সিরিজ

হুয়াওয়ে পি৩০ ফোনের জন্য এলো ওয়্যারলেস চার্জিং কেইস

*

*

আরও পড়ুন