১৫ ইঞ্চির ক্রোমবুক আনলো এইচপি

HP-techshohor1

টেক শহর কনটেন্ট কাউন্সিল : নতুন ১৫ দশমিক ৬ ইঞ্চির একটি ল্যাপটপ উন্মোচন করেছে এইচপি।

প্রতিষ্ঠানটির ইতিহাসে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত এটাই সবচেয়ে বড় ক্রোমবুক।  ল্যাপটপটির নাম দেওয়া হয়েছে এইচপি ক্রোমবুক ১৫।

এর কিবোর্ডে আছে ব্যাকলাইট কি। ডিভাইসটির টাচ স্ক্রিন ডিসপ্লের রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ডিভাইসটিতে একটানা ১৩ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

Techshohor Youtube

এতে রয়েছে ৪ জিবি ডিডিআর৪ এসডিআর র‍্যাম। স্টোরেজে রয়েছে ৬৪ জিবি। এইচডি ক্যামেরার সঙ্গে আছে ডুয়েল মাইক। ডিভাইসটিতে আরও রয়েছে মাইক্রো এসডি কার্ড রিডার, টাইপ সি ও টাইপ এ পোর্ট। প্রসেসরে দেওয়া হয়েছে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই৫। এইচপি ক্রোমবুক ১৫ চলবে ইন্টেল পেন্টিয়াম গোল্ড ৪৪১৭ইউ সিপিইউ দ্বারা। গেইম খেলার জন্য এতে থাকবে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬১০।

এর দাম শুরু হয়েছে ৪৪৯ ডলার (৩৭ হাজার ৭১৬ টাকা) থেকে। ক্লাউড ব্লু ও মিনারেল সিলভার রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

এইচপির ওয়েবসাইটে ‘কামিং সুন’ লেখা থাকলেও ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে ডিভাইসটির। আপাতত এটি যুক্তরাষ্ট্রের বাজারেই শুধু পাওয়া যাচ্ছে। পরিবর্তীতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজারেও পাওয়া যাবে ল্যাপটপটি।

সিনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২০/ ২০১৯/১১২৫

আরও পড়ুন –

অষ্টম প্রজন্মের ল্যাপটপ আনলো এইচপি

বাজারে এইচপির নতুন গেইমিং ল্যাপটপ

*

*

আরও পড়ুন