![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দুই দিনব্যাপী টেক ফেস্ট চলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
শুক্রবার শুরু হওয়া এই ফেস্টে ঢাকা, বুয়েট, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট’ নামে এই আয়োজনে প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রজেক্ট এক্সিবিশন, রোবো ফাইট, হ্যাকাথনসহ পাঁচটি বিভাগে প্রতিযোগিতা চলছে।
ফেস্টের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম দীপু।
বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অনুষদের চতুর্থতম আয়োজন এই ফেস্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উৎসবের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জহিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অনুষদের পরিচালক শহিদুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
ফেস্টের দ্বিতীয় দিন শনিবার টক অ্যান্ড টেক ফেস্ট অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের মুখোমুখি হবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এদিন বিকাল ৩টায় পর্দা নামবে ফেস্টের।
এডি/এপ্রিল১৯/২০১৯/১৯২০