![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লেনোভো এবার নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে যাচ্ছে। ফোনটির নাম লেনোভো জেড৬।
চীনের বাজারে আগামী ২৩ তারিখ থেকে ফোনটির বিক্রি শুরু হবে। তার আগে অনলাইনে ফোনটির ফিচার সম্পর্কে জানা গেছে।
কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট, ফোনটির কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে জানা গেছে, এর পেছনে চারটি ক্যামেরা থাকবে। মেইন ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল। তবে হাইপার ভিশন ক্যামেরা ফিচারের মাধ্যমে ফোনটিতে ১০০ মেগাপিক্সেলের ছবি তৈরা করা যাবে। অর্থাৎ কোনো ১০০ মেগাপিক্সেলের সেন্সর এতে থাকবে না। অনেকগুলো ছবি একত্র করে সফটওয়্যারের মাধ্যমে ১০০ মেগাপিক্সেলের ছবি তৈরি করা যাবে।
ফোনটিতে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। যার স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ। এতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫। ব্যাকআপের জন্য থাকবে ৪০০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য ফোনটিতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ফাইভজি নেটওয়ার্কও সাপোর্ট করবে।
বাজারে এখনো লেনোভো জেড৬ এর বিক্রি শুরু না হলেও ইতোমধ্যে ফোনটির প্রিবুকিং শুরু হয়েছে অনলাইনে। ২৩ তারিখ বাজারে আসার পরই ফোনটির দাম সম্পর্কে জানা যাবে।
গিজমোচায়না অবলম্বনে এজেড/ এপ্রিল ১৮/ ২০১৯/১১৩০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি