Techno Header Top and Before feature image

সবার আগে বিডিকমের আইপিটিভি

IPTV-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র চার মাসের মাথায় দেশে প্রথমবারের মতো ইন্টারনেট টিভি চালু করেছে বিডিকম।

দেশে সবার আগে এ সেবা চালু করতে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে বেছে নেয় পুরনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটি।

ইন্টারনেট টিভি (যা আইপিটিভি নামে পরিচিত) চালুর মাধ্যমে দেশের প্রথম অপারেটর হিসেবে ট্রিপল প্লে’ সেবারও প্রচলন ঘটালো বিডিকম।

আইপিটিভির আগে আইপি টেলিফোনি সেবা দিয়ে আসছিল শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি বিডিকম। আইপি টেলিফোনির মার্কেট শেয়ারের প্রায় ৬০ শতাংশ তাদের দখলে।

আর দীর্ঘদিন থেকে চালু তাদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বেশ সুনাম কুড়িয়েছে।

মঙ্গলবার ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর সদস্যদের  সঙ্গে এক বৈঠকে এই সেবা চালুসহ নিজেদের বিভিন্ন সেবার নানা দিক তুলে ধরে বিডিকম।

বৈঠকে টিআরএনবির সভাপতি মুজিব মাসুদ, সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু, সাংগঠনিক সম্পাদক শাহিদ বাপ্পীসহ টিআরএনবির কার্যনির্বাহী কমিটি ও এর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিডকমের বিভিন্ন শাখার প্রধানরাও এই বৈঠকে অংশ নেন।  

দুই বছর ধরে দেশে আইপিটিভি বন্ধ থাকার পর গত ডিসেম্বরে এ সেবা আবার উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও সম্প্রতি তথ্য মন্ত্রণালয় আইপিটিভি চালুর বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আপত্তি জানিয়েছে।

নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর আবেদনের ভিত্তিতে বিটিআরসি’র কাছ থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি আইপিটিভি অনুমোদন নেয়। এগুলোর মধ্যে সবার আগে সেবাটি আনল বিডিকম।

এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসে কোনো রকম কারণ না দেখিয়ে কমিশন দেশে আইপিটিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা বন্ধ করে দেয়।

সাম্প্রতিক সময় অনেকে আইপিটিভি চালু করতে আগ্রহ দেখিয়ে বিটিআরসি’র সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বিডিকমের ব্যবস্থাপনা পরিচালক এসএম গোলাম ফারুক আলমগীর আরমান সাংবাদিকদের জানান, এখন সীমিত পরিসরে আইপিটিভি চালু করেছেন তারা। শুধু ঢাকার মধ্যে সেবা দিচ্ছেন তারা। খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাইরে সেবা নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

কোম্পানিটির কর্মকর্তারা জানান, এখন তারা বাড়ি বা অফিসে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা অফার করছেন। তাদের দাবি, নিরবচ্ছিন্ন সংযোগের পাশাপাশি তাদের সেবা নিরাপদ। তাদের সেবা গ্রহণ করে ইন্টারনেটের কনটেন্ট ব্রাউজিংয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে রাখাও সম্ভব।

জেডএ/আরআর/এপ্রিল ১৬/২০১৯/১১.৫৫/

আরও পড়ুন –

আইপি টিভি চালু করলো বিডিকম

সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দেবে বিডিকম

*

*

আরও পড়ুন