টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগলের কাছে থাকা লোকেশন হিস্ট্রি নিয়ে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে তথ্য বের করছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নামে সংরক্ষিত লোকেশন হিস্ট্রি পরিচিত ‘সেন্সরভোল্ট’ নামে। গত ছয় মাসে এই সেন্সরভোল্ট থেকে বার বার তথ্য নিয়েছে পুলিশ। এক সপ্তাহে ১৮০ বার তথ্য চেয়েছে তারা। তবে ছয় মাসে কতবার গুগলকে তারা তথ্য সরবরাহের অনুরোধ করেছে তা জানা যায়নি।
নতুন ‘জিওফেন্স’ ওয়ারেন্টের আওতায় কোনো সন্দেহভাজন ব্যক্তি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট এলাকা অতিক্রম করলে লোকেশনের তথ্য ও ব্যক্তির নাম জানতে এই আবেদন করতে পারছে পুলিশ।