![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অপ্পোর আর সিরিজ বাতিল হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন।
আর সিরিজের বদলে এখন থেকে তারা শুধু ফাইন্ড এক্স ও রেনো সিরিজের ফোন আনবে।
চলতি মাসের ১০ তারিখ অপ্পো রেনো ও অপ্পো রেনো ১০ এক্স জুম নামের দুটি ফোন আনে অপ্পো। রেনো সিরিজের দুটি ফোনেই আছে পপ আপ সেলফি ক্যামেরা। তবে ক্যামেরার ডিজাইনটি দেখতে হাঙ্গরের পাখনার মতো হওয়ায় অপ্পো এর নাম দিয়েছে ‘শার্ক ফিন’।
গত জুলাইয়ে বাজারে আসা অপ্পো ফাইন্ড এক্সের ডিজাইনেও আছে নতুনত্ব। তবে শুধু ফোনের ডিজাইন বা নাম দিয়েই নয় স্মার্টফোনের প্রচারণায়ও পরিবর্তন আনছে তারা। চীনের বাইরের বাজার ধরতে তারা যুক্তরাজ্যেও স্টোর খুলেছে। ইতোমধ্যে অপ্পোর লোগো বদলে ফেলা হয়েছে। নতুন লোগোর দেখা মিলেছে টুইটারে।
কয়েকদিন আগেই গ্যালাক্সি জে সিরিজ বাতিল করে গ্যালাক্সি এ সিরিজের ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এবার অপ্পোও একই পথে হাঁটছে।
ডিজিটাল ট্রেন্ড অবলম্বনে এজেড/ এপ্রিল ১৫/ ২০১৯/ ২১২২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি