ম্যাসেঞ্জার ফিরে আসছে মূল ফেইসবুকে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকে আবার ফিরে আসছে ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জার। 

এমন খবর জানিয়েছে প্রযুক্তি সাইট ‘দ্য ভার্জ’। এখন পর্যন্ত মূল ফেইসবুক আর ম্যাসেঞ্জার দুটি আলাদা অ্যাপ হিসেবে ব্যবহার হয়ে আসছে। একসময়ে এই ম্যাসেঞ্জার অ্যাপটি মূল ফেইসবুকেই ছিল। 

সম্প্রতি এমন একটি ফিচার সনাক্ত করার পর বিষয়টি সামনে চলে আসে। অ্যাপ গবেষক জেইন মানচুন অং এমনটাই দাবি করেছেন। 

Techshohor Youtube

আবার যদি ম্যাসেঞ্জার অ্যাপটি ফেইসবুকে ফিরে আনা হয় তবে সেখান থেকেই একইসঙ্গে দুটি সেবাই ব্যবহার করা যাবে। 

অবশ্য নতুন করে পরিবর্তন আনা হলে ফেইসবুকে থাকা ম্যাসেঞ্জার বাটনকেই ব্যবহার করা যাবে। 

তবে এই চ্যাটিং সেকশনে ম্যাসেঞ্জারের সীমিত কিছু ফিচার থাকবে। এর মাধ্যমে বার্তা আদান প্রদান করা গেলেও কল করা, ছবি পাঠানো বা বার্তায় প্রতিক্রিয়া জানাতে ম্যাসেঞ্জার অ্যাপ খুলতেই হবে গ্রাহককে।

অ্যাপটি একত্রিত করার পরিকল্পনা থাকলেও একেবারে আলাদা করা হবে না বলে জানাচ্ছেন জেইন। তিনি বলেন, দুটি অ্যাপ একত্রিত হলেও আলাদা আলাদা হিসেবেও ব্যবহার করা যাবে। 

কিন্তু কবে নাগাদ এটি একত্রে কাজ করতে পারে সে সম্পর্কে কিছু বলেননি এই গবেষক। 

২০১১ সালে ম্যাসেঞ্জার অ্যাপটি চালু করে ফেইসবুক। এরপর ২০১৪ সালে এসে সেটি পৃথক অ্যাপ হিসেবে কাজ শুরু করে। 

ইএইচ/এপ্রিল১৩/২০১৯/১৩৫৫

*

*

আরও পড়ুন