![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বৈশাখ উপলক্ষ্যে এইচপি ল্যাপটপে অফারের ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্মার্ট টেকনোলজিস বিশেষ অফারটির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে ছিলেন স্মার্ট টেকনোলজিসের চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ ও চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।
সেখানে জানানো হয়, অফারের আওতায় এইচপি ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ক্রেতারা পেতে পারেন ঢাকা-নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট। এছাড়াও, পুরস্কার হিসেবে থাকবে হাত ঘড়ি, সানগ্লাস, ছাতা ও পেন ড্রাইভ।
অফারটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে চলবে।
এজেড / এপ্রিল ০৯ / ২০১৯ / ১৭২৮
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি