![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের সম্ভাবনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতে চতুর্থবারের মতো শুরু হচ্ছে দুই দিনের ‘বিপিও সামিট ২০১৯’।
আগামী ২১ ও ২২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজনটি শুরু হচ্ছে।
দুই দিনের এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বা বাক্য।
এবারের সামিটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
‘ট্রান্সফর্মিং সার্ভিস টু ডিজিটাল’ স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া সামিটে থাকছে তরুণদের জন্য বেশ কয়েকটি সেমিনার, নলেজ শেয়ারিং সেশন। এছাড়াও ব্যবসায়িদের জন্য বিটুবি নেটওয়ার্কিং সেশন থাকছে আয়োজনে।
শুরুর দিন বিপিও খাতে কাজের সুযোগ, দক্ষতা ইত্যাদি নিয়ে দুটি সেশনে ছয়টি সেমিনার এবং শেষ দিনে দুই সেশনে সাত সেমিনার অনুষ্ঠিত হবে। শেষ দিনে থাকছে বিপিও খাতের ব্যবসায়িদের জন্য বিটুবি নেটওয়ার্কিং সেশন। এসব সেমিনারে দেশি বিদেশী মিলিয়ে ৬০ জন ব্ক্তা থাকছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব্ করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আয়োজক হিসেবে বাক্য’র সঙ্গে রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ, ডিজিটাল বাংলাদেশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
সামিটে অংশ নিতে নিবন্ধন এবং বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
ইএইচ/এপ্রিল ০৯/২০১৯/১৬০০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি