Techno Header Top and Before feature image

ফোর্টনাইট থেকে দূরে থাকতে বললেন প্রিন্স হ্যারি

prince-harry-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিউক অব সাক্সেস প্রিন্স হ্যারি বাচ্চাদেরকে ফোর্টনাইট গেইমটি খেলতে দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন।

তিনি বলেছেন, বাচ্চাদেরকে কোনোভাবেই গেইমটি খেলতে দেওয়া উচিত না।পশ্চিম লন্ডনে ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনে গিয়ে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রিন্স হ্যারি বলেন, মাদক ও মদের চেয়ে সোশ্যাল মিডিয়া বেশি পরিমাণে আসক্তি সৃষ্টি করে। ফোর্টনাইটও তাই। অভিভাবকরা জানেনই না কিভাবে তারা বাচ্চাদের আসক্তি দূর করবেন। অভিভাবকদের উচিত বাচ্চাদেরকে ইন্টারনেটের বাইরের জগতটা দেখানো।

ফোর্টনাইট গেইমটি তৈরিই করা হয়েছে আসক্ত করার জন্য। এই আসক্তি ঘণ্টার পর ঘণ্টা আপনাকে কম্পিউটারের সামনে থাকতে বাধ্য করছে। এটা খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ।

নিজের বক্তব্যে প্রিন্স হ্যারি শুধু ফোর্টনাইটের কথা বললেও অন্যান্য আরও অনেক গেইম আছে যেগুলো বাচ্চাদেরকে আসক্ত করছে।

যেমন পাবজি গেইমও বাচ্চাদেরকে আসক্ত করে ফেলছে। ইতো মধ্যে ১৩ বছরের নিচে গেইমটি খেলা নিষিদ্ধ করেছে চীন সরকার। ভারতেও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ পাবজি। খেলাটির কারণে পড়াশুনায় মনোযোগ দিতে না পারায় গেইমটি নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে।

গ্যাজেড ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/ এপ্রিল ৬/ ২০১৯ /১৩

আরও পড়ুন –

ফোর্টনাইট ব্যাটল রয়্যাল : দলবদ্ধ হয়ে খেলার গেইম 

ফোর্টনাইটের আয় ৫০ কোটি ডলার 

*

*

আরও পড়ুন