স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো মেসিরা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের সমর্থকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মেসি, সুয়ারেজরা।

স্প্যানিশ লিগের অন্যতম জনপ্রিয় দল বার্সেলোনার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ওই পোস্ট করেছে ক্লাবটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ঠিক ১২টায় একটি লাল সবুজ পতাকার রঙে করা গ্রাফিক্স কাজ, তাতে মেসি, সুয়ারেজদের একটি উদযাপনের হাসিমাখা ছবি দেয়া। আর লাল সবুজ পতার উপরে হলুদ ও সাদায় লিখে শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশে থাকা বার্সেলোনার ভক্তদের।

Techshohor Youtube

পেইজে পোস্ট করার দুই ঘণ্টা পর তাতে লাইক দিয়েছেন ৫০ হাজারের বেশি ফেইসবুক ব্যবহারকারী। যার অধিকাংশই বাংলাদেশী। শেয়ার হয়েছে ১০ হাজারের বেশি। আর মন্তব্য করেছেন প্রায় সাড়ে চার হাজার।

পোস্টে মন্তব্য করেছেন মুশফিকুর রহিম নামের একজন। তিনি লিখেছেন,
সত্যি এটা আমাদের গর্ব এই সব ক্রেডিট সকল FCB ভক্তদের, ভালোবাসি সকল FCB ভক্তদের

আরেকজন শ্বাস্বত তুহিন মজা করে লিখেছেন, ধন্যবাদ মেসি। আমি জানি এই বার্সার পেইজের আপনিই এডমিন। আসলে ১৮ কোটি মানুষইতো আপনার ফ্যান। যাইহোক অসংখ্য ধন্যবাদ। 

সাদের হোসেন খোকা নামের একজন লিখেছেন, যদিও আমি রিয়াল মাদ্রিদের ভক্ত। কিন্তু দিনকে দিন বার্সা আমার মন জয় করে নিচ্ছে। রেসপেক্ট বার্সা।

মাহবুবুর রহমান সাব্বির লিখেছেন, ধন্যবাদ ভালবাসার ক্লাব আমাদের প্রিয় দেশ কে উইশ করার জন্যে। ভালবাসা অবিরাম।

এর আগেও লালিগা এবং বার্সেলোনা তাদের অফিসিয়াল ফেইসবুক থেকে বাংলাদেশে বিভিন্ন দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে। এমনকি বাংলাতেও শুভেচ্ছা জানানো হয়েছে পেইজগুলো থেকে।

ইএইচ/মার্চ২৬/২০১৯/১৪১৪

*

*

আরও পড়ুন