Techno Header Top and Before feature image

ফোর্টনাইট খেলে ২৫ কোটি গেইমার

fortnighte-Techshohor.jpg

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোর্টনাইটের নিবন্ধন করা গেইমারের  সংখ্যা এখন ২৫ কোটি।

বুধবার গেইম ডেভেলপারস কনফারেন্সে এ তথ্য জানিয়েছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইমস। এছাড়াও, গেস্ট মোডে গেইমটি খেলছেন এক কোটি আট হাজার গেইমার।

প্রতিষ্ঠানটির সিইও টিম সুইনি জানিয়েছেন, অন্যান্য শুটিং গেইমে মেয়েদের অংশগ্রহণ খুবই কম। কিন্তু ফোর্টনাইটের ৩৫ শতাংশ গেইমার মেয়ে। মাত্র ১৮ মাসেই এ সাফল্য অর্জন করেছে এপিক গেইমস।

গত বছরের নভেম্বরে গেইমটির প্লেয়ার সংখ্যা ছিলো ২০ কোটি। জুনে এই সংখ্যা ছিলো ১২ কোটি ৫০ লাখ।

ফোর্টনাইট গেইমটিতে একসঙ্গে ১০০ জন পর্যন্ত গেইমার অংশ নিতে পারবেন। ম্যাচের শুরুতে ফোর্টনাইটের মূল দ্বীপে সবাইকে নিয়ে যাওয়া হবে। সেখানে কোনো অস্ত্র দেয়া হবে না। দ্বীপে থাকা বাড়িঘর বা অন্যান্য স্থান থেকে অস্ত্রশস্ত্র বা বর্ম জোগাড় করে গেইমারদের একে অপরকে দমন করতে হবে। এভাবেই এগোতে থাকবে ম্যাচ, কমতে থাকবে গেইমারের সংখ্যা। খেলার লক্ষ্য একটিই, দলবদ্ধভাবে বা একাই একটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে।

বর্তমানে ফোর্টনাইটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে পাবজি ও অ্যাপেক্স লেজেন্ডস গেইমের।

এছাড়াও, ব্যাটেল রয়্যাল ঘরানার আরও কিছু গেইম যেমন, কল অব ডিউটি, রেড ডেড অনলাইন, ব্যাটেল ফিল্ড ভার্সেস ফায়ার স্ট্রোম জনপ্রিয়তা পেয়েছে।

গ্যাজেট ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/মার্চ২২/২০১৯/১০০৫

*

*

আরও পড়ুন