![]() |
টেক শহর ডেস্ক : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সনি এক্সপেরিয়া টি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসর, পাঁচ ইঞ্চি ফুল এইচডি ডিসপে্ল, এক্সিলারোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর। ৮.৬ মিলিমিটার পুরু সেটটির ক্যামেরায় আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, থ্রিডি সুইপ প্যানারোমা সুবিধা।
এত সব কনফিগারেশনের চাইতেও এক্সপেরিয়া মূলত দৃষ্টি কেড়েছে এর চমত্কার নকশা ও পরিষ্কার আমোলেড ডিসপ্লের কারণে। ডিসপ্লে নিখুঁত করতে সেটটিতে যোগ করা হয়েছে ব্রাভিয়া ইঞ্জিন প্রযুক্তি। অর্থাৎ সনির ব্রাভিয়া টিভিতে যে মানের ছবি দেখা যায়, সেই একই মানের ছবি দেখা যাবে এ হ্যান্ডসেটেও। উপরি পাওনা ফোনের সামনের ক্যামেরায় এইচডি ভিডিও করার সুযোগ।
১২৭ গ্রাম ওজনের সেটটির দাম ৩৯ হাজার ৯০০ টাকা।
-টেক শহর
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি