ম্যাসেজ 'কোট' করার সুবিধা এলো ম্যাসেঞ্জারে

massage-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আজ থেকেই নতুন ফিচার ‘কোটেড রিপ্লাইজ’ যুক্ত হতে যাচ্ছে ম্যাসেঞ্জারে।

ফিচারটির কল্যাণে এখন থেকে নির্দিষ্ট ম্যাসেজের উত্তর দেওয়া সহজ হবে। যেমন অনেক বড় একটি বিষয় নিয়ে ম্যাসেঞ্জারে চ্যাট করার সময় কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথার রিপ্লাই দেওয়া হচ্ছে তা বোঝা যায় না। এ সমস্যা এড়াতেই ম্যাসেঞ্জারে কোটেড রিপ্লাইজ ফিচারটি এনেছে ফেইসবুক। এর আগে হোয়াটসঅ্যাপেও দেখা গেছে ফিচারটি।

নির্দিষ্ট ম্যাসেজ কোট (উদ্ধৃত) করতে চাইলে লম্বা সময় ধরে তাতে ট্যাপ করতে হবে। এতে নতুন একটি রিপ্লাই বাটন দেখা যাবে। সেটাতে ট্যাপ করে টেক্সট, জিআইএফ, ভিডিও, ইমোজি বা ছবি যোগ করে রিপ্লাই দেওয়া যাবে।

Techshohor Youtube

ম্যাসেজের উত্তরে রিপ্লাই দেওয়া হলে সেগুলো উপর নিচ করে দেখা যাবে। এতে করে সহজেই বোঝা যাবে কোন কথা কোন রিপ্লাই দিয়েছে চ্যাটের অপর প্রান্তে থাকা ব্যক্তি।

ইতোমধ্যে ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে।

এর আগে ম্যাসেঞ্জারে ম্যাসেজ ডিলিটের ফিচার আনে ফেইসবুক। ফিচারটির মাধ্যমে অসাবধানতাবশত পাঠানো ভুল ম্যাসেজ, ছবি, ডকুমেন্ট বা বিব্রতকর ম্যাসেজ ডিলিট করার জন্য ১০ মিনিট সময় পাচ্ছেন ব্যবহারকারীরা।

তবে ফিচারটি ব্যবহার করে আগের ম্যাসেজ মুছে ফেলার কোনো সুযোগ নেই। তাৎক্ষণিকভাবে পাঠানো ম্যাসেজই শুধু মুছে ফেলা যাবে।

জিএসএমএরিনা ও ভেঞ্চারবিট অবলম্বনে এজেড/ মার্চ ২১/২০১৯/১২৪০

*

*

আরও পড়ুন