![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারত ও নেপালে পর এবার ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় রিভ অ্যান্টিভাইরাস রপ্তানি করবে দেশীয় প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। চলতি মাস থেকেই রপ্তানির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিভ অ্যান্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জি জানান, রিভ ২০১৬ সালে নিজস্ব অ্যান্টিভাইরাস বাজারে আনে। দেশের পাশাপাশি বিদেশেও রিভের অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, টোটাল সিকিউরিটি ও মোবাইল সিকিউরিটির চাহিদা বাড়তে থাকে। ২০১৭ সাল থেকে ভারত ও নেপালে পণ্য রপ্তানি শুরু করা হয়। ২০১৮ থেকে রপ্তানি শুরু হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে।
রিভ অ্যান্টিভাইরাসের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ইবনুল করিম রূপেন জানান, সাইবার নিরাপত্তা পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের কিংবা দেশের বাইরের যে কেউ আমাদের পার্টনার হয়ে তার পণ্য তালিকায় রিভ অ্যান্টিভাইরাস যুক্ত করতে পারেন।
ইউক্রেনের আলট্রা ডিস্ট্রিবিউশন ইউক্রেন, বেলারুশ ও মলদোভায় রিভ অ্যান্টিভাইরাস মোবাইল সিকিউরিটির পরিবেশক হিসাবে কাজ করবে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি