![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেসিস সফটএক্সপো প্রদর্শনীতে ডিজিসফট নামের ব্যবসায়িক সফটওয়্যার এনেছে ওয়ালটন।
সিআরএম (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট) এমন একটি সফটওয়্যার, যা ব্যবহার করে সহজেই কল সেন্টার, কাস্টমার কেয়ার, পণ্যের সার্ভিস, ডেলিভারি ও হিসাব-পত্রের কাজ করা যাবে।
ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আইটি বিভাগের প্রধান মোহাম্মদ লিয়াকত আলী জানান, ডিজিসফট মূলত ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টোটাল সফটওয়্যার সল্যুশন। যা তৈরি করেছে দেশের সফটওয়্যার ডেভেলপাররা। চার ধরনের সেবা পাওয়া যাবে এই সফটওয়্যার থেকে। যেমন সিআরএম, পজ, এইআরএমএস, ম্যানুফ্যাকচারিং ও অ্যাডমিনিস্ট্রেটিভ সল্যুশন।
সফটএক্সপোতে সফটওয়্যারগুলোর অর্ডার দিলে পাওয়া যাবে বিশেষ সুবিধা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিসের আয়োজনে রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) চলছে এই মেলা। শেষ হবে আগামী ২১ মার্চ।
এজেড/মার্চ ১৯/২০১৯/১৮
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি