![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি মাসেই টেকনো বাজারে আনছে চার ক্যামেরা ও ডট নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন।
মিড রেঞ্জ বাজারে নিজেদের পণ্যের প্রসার করতেই ট্রানশান বাংলাদেশ লিমিটেড তাদের ক্যামন সিরিজের চার ক্যামেরা ও ডিউ-ড্রপ নচ ডিসপ্লের ফোন উন্মুক্ত করতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি বলছে, ডিসপ্লের বিবর্তনের এই সময়ে টেকনো তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে ডিউ-ড্রপ প্রযুক্তি। এছাড়া ক্যামেরায় নিয়ে আসছে আমূল বৈচিত্র, পিছনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন তিন ক্যামেরা আর সামনে এক ক্যামেরা।
ফোনগুলোর কনফিগারেশন ও দাম সম্পর্কে এখনো কিছু জানায়নি টেকনো। তবে ফোনটিতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে।
ইএইচ/মার্চ১৬/২০১৯/১৪০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি