Techno Header Top

নিরাপদে ক্রিকেটাররা, ফেইসবুক, টুইটে জানালেন তামিম, মুশফিক

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠের কাছে মসজিদে আজ সস্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তবে দলের সবাই নিরাপদে আছেন। 

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বন্দুকধারী ওই হামলা চালায় যখন নামাজে সবাই সিজদারত অবস্থায় ছিলেন। 

সকালে অনুশীলন করে দুপুরে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসে যাত্রা করে টিম বাংলাদেশ। তবে একটু দেরি হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় ক্রিকেটাররা। 

তামিম ইকবাল ফেইসবুকে লিখেছেন, বন্দুকধারীর হাত থেকে নিরাপদে আছে টিম। ভীতিপূর্ণ পরিবেশ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 

তারপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ক্রাইস্টচার্চমসজিতেঅ্যাটাক। 

বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল টুইটার থেকেও একটি টুইট করে জানানো হয়েছে ঘটনাটি। হামলার পরপরই বাংলাদেশ ক্রিকেট থেকে টুইটে লেখা হয়েছে, দলের সবাই খুব নিরাপদে হোটেলে ফিরে এসেছেন। ক্রাইস্টচার্চ শহরে বন্দুকধারীর হামলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করছে। 

স্টাইস্টচার্চে বন্দুকধারীর হামলা থেকে আজ আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান, সৃষ্টিকর্তার প্রতি। আমরা এর খুবই নিকটে ছিলাম এবং আমাদের এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, লিখেছেন মুশফিকুর রহিম। 

এছাড়াও প্রায় সব ক্রিকেটারই তাদের ফেইসবুক ও টুইটার পোস্টে দোয়া চেয়েছেন নিজেদের জন্য। 

এদিকে এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। ফিরে আসবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টুইট করেছে, ‘এনজেডসি ও বিসিবির যৌথ সিদ্ধান্তে হ্যাগলি ওভাল (ক্রাইস্টচার্চ) টেস্ট বাতিল করা হয়েছে। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই নিরাপদে আছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীর হামলায় ৪০ জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে।  

ইএইএচ/মার্চ১৫/২০১৯/১১০০

*

*

আরও পড়ুন