Techno Header Top and Before feature image

রবিশপে ৪২% ছাড়ে ওয়ানপ্লাস ফাইভটি

Robishop-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ান প্লাস ফাইভটি স্মার্টফোনে ৪২ শতাংশ ছাড় দিচ্ছে  রবিশপ।

স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ছয় মাসের ইএমআই সুবিধাসহ ফ্রিতে হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা। স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত অফারটি চলবে।

ওয়ানপ্লাস ফাইভটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওক্টা-কোর প্রসেসর, ৮ জিবি র‌্যাম, অপটিক অ্যামোলেড টাচস্ক্রিন, ৬ দশমিক ০১ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, ১০৮০*২১৬০ পিক্সেলের ডিসপ্লে, কর্নিং গোরিলা গ্লাস ৫ ডিসপ্লে প্রোটেকশন, ডুয়েল সিম, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

রবিশপের ওয়েবসাইটটি থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।

এজেড/ মার্চ ১২/২০১৯/১৭৩৫

*

*

আরও পড়ুন