বিট ডিফেন্ডারের পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড

antivirus-bitdefender-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্টিভাইরাস তৈরির কোম্পানি  বিট ডিফেন্ডারের বাংলাদেশে পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড।

রোমানিয়ান কোম্পানি বিট ডিফেন্ডারের প্রধান ফিচারগুলো হলো অনলাইন থ্রেট প্রিভেসশন, অ্যাডভান্সড থ্রেট ডিফেন্স, ফাইল এনক্রিপশন, ইমপ্রুভড প্যারেন্টাল কন্ট্রোল, ওয়েব ক্যাম প্রটেকশন, অ্যান্টি ফিশিং, স্ক্যানিং, অ্যান্টি ফ্রড, ওয়াই-ফাই সিকিউরিটি অ্যাডভাইজার, ডিভাইস অ্যান্টি থেফট, ওয়ান ক্লিক অপটিমাইজার, ডিস্ক ক্লিন আপ, সেইফ ফাইলস, র‌্যানসমওয়্যার প্রটেকশন অ্যান্টি স্প্যাম ও ফায়ারওয়াল।

খুব শীঘ্রই সারাদেশে বাজারজাত করা হবে বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটির ১ ইউজার ও ৩ ইউজার।

Techshohor Youtube

এর পাশাপাশি ছোট, মাঝারী ও বৃহৎ করপোরেট সল্যুশনের জন্য চাহিদা অনুযায়ী বিট ডিফেন্ডার অ্যান্ডপয়েন্ট সিকিউরিটিও পাওয়া যাবে বলে জানিয়েছেন গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তারা।

এজেড/মার্চ ১২/২০১৯/১৭৫০

*

*

আরও পড়ুন