Header Top

অপ্পো রেনোর ফোনে যা থাকছে

Reno-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  অপ্পোর রেনো সিরিজের প্রথম ফোনের ফিচার ফাঁস হয়েছে।

সিঙ্গাপুরের সরকারি ওয়েবসাইট ইনফো-কমিউনিকেশনস মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটির ডেটাবেজ ও ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের ওয়েবসাইটে থেকে নিশ্চিত হওয়া গেছে, এতে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর।

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপে ফোনটির কোড সিপিএইচ১৯১৭ এর সার্টিফিকেশন থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায়।

ফোনটিতে থাকবে ৬ দশমিক ৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এর পেছনে থাকবে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।  সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে অপ্পোর ১০এক্স অপটিকাল জুম প্রযুক্তিরও দেখা মিলতে পারে।

এর আগে সোমবার অপ্পোর ভাইস প্রেসিডেন্ট শেন ইয়ারেন জানান, রেনো নামের নতুন একটি সিরিজ আনতে যাচ্ছে অপ্পো। আগামী ১০ এপ্রিল ব্র্যান্ডটির প্রথম ফোন উন্মোচন করা হবে চীনের বাজারে।

অপ্পো রেনোর লোগোতে বিভিন্ন ধরণের উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে, তরুণদের চাহিদাকে প্রাধাণ্য দিয়ে পণ্য আনবে তারা।

oppo-techshohor

অপ্পোর নতুন লোগো। ছবি : গিজমোচায়না

এদিকে, চীনে অপ্পোর ওয়েবসাইটে দেখা মিলেছে নতুন লোগোর। তবে চীন বাদে অন্যান্য দেশের ওয়েবসাইটে অপ্পোর সেই পুরানো লোগোই দেখা যাচ্ছে। আসলেই অপ্পোর লোগো বদলাবে কিনা তা সময়ই বলে দেবে।

গিজমোচায়না অবলম্বনে এজেড/মার্চ ১২/২০১৯/১১১১

*

*

আরও পড়ুন