![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিনে গুগল তার হোম পেইজে সেই ডুডল প্রদর্শন করছে। যেখানে ১৪টি স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন অঙ্গনে সেরা নারীদের মন্তব্য দেয়া হয়েছে। যার মধ্যে শুরুতেই স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটি।
গুগল তাদের ডুডল পেজে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯–এর শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের এ ইন্টারঅ্যাকটিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি। এতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’।
বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে আজকের ডুডলটি দেখাচ্ছে গুগল।
গুগল মূলত বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে হোম পেইজে বিশেষ লোগো তৈরি করে। যা ডুডল হিসেবে পরিচিত।
ইএইচ/মার্চ৮/২০১৯/১০৩২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি