![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ডিভাইস উন্মোচন করেছে লেনেভো। ট্যাব ভি৭ নামের একটি ডিভাইস এনেছে তারা।
ফ্যাবলেট আকৃতির ডিভাইসটির ডিসপ্লে ৬ দশমিক ৯৫ ইঞ্চি। যার রেজুলেশন ২১৬০×১০৮০ পিক্সেল।
ডিভাইসটি ৩ ও ৪ গিগাবাইট র্যামের সংস্করণে পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজের উপর নির্ভর করে ৩২ ও ৬৪ গিগাবাইট সংস্করণে পাওয়া যাবে এটি। এতে রয়েছে ডলবি অডিও সাউন্ড ও স্টোরিও স্পিকার সুবিধা। ফলে পাওয়া যাবে চমৎকার সাউন্ড। ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
লেনেভো জানিয়েছে, সাশ্রয়ী দামের গ্রাহকদের লক্ষ্য করে ডিভাইসটি বাজারে আনা হয়েছে। বড় ডিসপ্লে থাকায় বই পড়া কিংবা ভিডিও দেখার জন্য আদর্শ ডিভাইস হবে এটি।
ডিভাইসটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিরাপত্তার জন্য রয়েছে ২ডি ফেইস আনলক সুবিধা। ডুয়েল সিম সুবিধার পাশাপাশি মিলবে ওয়াইফাই, ব্লুটুথ, ফোরজি সুবিধা। ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৫১৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
লেনেভো ট্যাব ভি৭ এর বিক্রি শুরু হবে চলতি বছরের এপ্রিল থেকে। মূল্য হতে পারে ২৪২ মার্কিন ডলার (২৪ হাজার টাকা)।
জিএসএমএরিনা অবলম্বনে টিএ/ ফেব্রু ২৪/২০১৯/১২২০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি